পরীক্ষা মানে সুযোগ,
যোগ্যতা প্রমাণের শতশত প্রতিযোগীর মাঝে।
পরীক্ষা মানে স্বপ্ন,
জীবনে বড় হওয়া বড় বড় কাজে।
পরীক্ষা মানে বৃক্ষ,
খাতার প্রতি পাতায় বপন করা বীজ।
পরীক্ষা মানে যুদ্ধ,
গোলা বারুদ বিহীন রক্তাক্ত শিষ।
পরীক্ষা মানে মঞ্চ,
দক্ষতা প্রদর্শনীর বিশাল উদ্যান।
পরীক্ষা মানে প্রস্তুতি
জয় করবার অদম্য সাহস সঞ্চার।
পরীক্ষা মানে শক্তি
মেনে নেওয়া সকল পরিস্থিতি নিয়ন্ত্রণে।
পরীক্ষা মানে মুক্তি
সকল অজ্ঞতা মাড়িয়ে আপন স্বাধীনে।