হঠাৎ শুনবে একদিন আমি নেই
তখন তুমি কী করবে?
আবেগে আপ্লুত হয়ে কাদঁবে,
নাকি ব্যাকুল হয়ে বসে থাকবে।

স্মৃতি যখন তোমাকে পিছু হতে ডাকবে
তখন তুমি কী করবে?
সোনালী অতীতের কথা ভাববে,
নাকি আগামীর ছবি আঁকবে।

হৃদয়ের মাঝে যাতনার ঝড় যখন উঠবে
তখন তুমি কী করবে?
দিশে হারা হয়ে পথ চলবে
নাকি বেমালুম ভুলে গিয়ে নতুন আশায় বুক বাঁধবে।

দেয়ালে ঝুলানো ছবি তোমার পানে চেয়ে থাকবে
তখন তুমি কী করবে?
আঁচল দিয়ে ধূলা মুছবে,
নাকি রুমাল দিয়ে ঢেকে দিবে।

হারানো সুর যখন মনে ভাসবে
তখন তুমি কী করবে?
একান্ত মনে আমাকে ভাববে
নাকি নতুন গান গাইবে।

চলার পথে যখন হাঁটবো না পাশে
তখন তুমি কী করবে?
একলা পথে হাঁটবে
নাকি নিরালায় বসে থাকবে।

ঘুমের ঘোরে যখন আমায় দেখবে
তখন তুমি কী করবে?
ভয়ে চমকে ওঠবে
নাকি নতুন স্বপ্ন দেখবে।

ভালোবাসার শূন্যতায় যখন হাড় পুড়বে
তখন তুমি কী করবে?
জ্বলে পুড়ে অঙ্গার হবে
নাকি শূন্যস্থান পূরণ করবে।