জীবন তোমার শুরু হোক
শাপলা কুড়িঁর মতো
দূর হয়ে যাক সকল গ্লানি
দুঃখ জ্বালা যতো।

আসুক ফিরে বারে বারে
নব প্রভাতের রবি
নিপুণ হাতে গড়ুক তোমার
মনের মতন ছবি।

আকাশ ছোঁয়া স্বপ্ন দেখ
নদীর স্রোতে ভাসো
পাখির সুরে গান গাও
ভালোবেসে এসো।

ঝেড়ে ফেলো অতীত স্মৃতি
শুরু করো পথচলা
তোমার জন্য চাওয়া আজি
অনন্তকালের বেলা।