সেদিন শুধিলাম একটি কথাই
তুমি নাকি এসেছো ধরায় আগমনী গান নিয়ে
ছড়িয়েছো নানান সুগন্ধি কথামালা
বাজিয়েছো অপূর্ব সুর লহরী
মাতিয়েছো সমস্ত সৃষ্টিকেে
আসিয়েছো! আসিয়েছো! আসিয়েছো তুমি
হে বসন্ত!

হে বসন্ত! তুমি আবার এসেছো ধরায়
ফুলে ফুলে সাজিয়েছো চারিধার
রাঙ্গিয়েছো প্রকৃতিকে আপনমনে
প্রাণসঞ্চার করিয়েছো আজি লাখো প্রাণে
আসিয়েছো! আসিয়েছো! আসিয়েছো তুমি
হে ফাল্গুনী!

হে ফাল্গুনী! আসিয়েছো তুমি নব সাজে
অথচ দেখ আমি কী অকৃতজ্ঞ!
তোমার আগমন বেমালুম ভুলে বসে আছি
হারিয়ে ফেলেছি তোমার ভালোবাসা
ক্ষমা কর! ক্ষমা কর! ক্ষমা কর তুমি
হে ঋতুরাজ!

হে ঋতুরাজ! তোমার আগমন তোমার উপস্থিতি
আমাকে করেছে মুগ্ধ
তোমাকে ভুলে থেকে ছিলাম কঙ্কালসার
আজি ফিরে এসে তুমি দিয়েছো আমায়
নবপ্রাণ-নবসুর-নবধান
নব ধরণীতে বেঁচে থাকার নবশক্তিি
আজি হে বসন্ত বরিলাম তোমায়
বরিলাম মোর বাহুডোরে।
বারে বারে এসো তুমি এসো নবরূপে
জানাই তোমায় স্বাগত মোরা
এসো ফিরে তবে...