হাজার মাইল পাড়ি দেব
মায়ের আর্শীবাদ নিয়ে
লাখো মানুষের পাশে দাঁড়াবো
রুখবো হৃদয় দিয়ে।
স্বপ্ন দেখাবো জীবন গড়ার
জ্বালাবো নব আলো
জাতি-বর্ণ-গোত্র নির্বিশেষে
সবারে বাসিব ভালো।
নিরবে নিশীথে নিরালায় বসে
ভাবিবো সবার কথা
দূর করিব সকল দুঃখ গ্লানি
সবার হৃদয়ের ব্যথা।
হাসিব সবার সুখে আমি
কাঁদিব তেমনি দুঃখে
মানবের জয়গান গাহিব আমি
দিবানিশি মুখে মুখে।