শুভ্র হাসির ঝলকানি আর দুষ্ট আঁখির লুকোচুরি
হঠাৎ জমাট বাঁধা অভিমান আর শান্ত অভিযোগ
সৃষ্টি করে রূপের মাঝে এক অপরূপ মহিমা
মনের মাঝে লুকিয়ে রাখা হাজারো কৌতুহল
কভু সাহসে কভূ ভীত স্বরে বলে অনর্গল
মিষ্টি তাহার ভাষার বুলি সৃষ্টি মনোহর
মাতিয়ে রাখে হাসির মাঝে সারাবিশ্বময়।

মেঘের ঘন অন্ধকারে সাজিয়ে মাথার কেশ
নরম হাতের পরম ছোঁয়ায় কাটায় মনের লেশ
নুপুর পায়ে মেঠোপথে খালি পায়ে হাটত
রোজ প্রভাতে ফুল কুড়াতে মন বাগানে আসত
গাঁথিয়ে মালা ভরিয়ে ডালা নিরালায় বসে থাকত
একদিন সে সামনে এসে দাঁড়ালো মৃদু পা-য়
রঙিন মালা হাতে লইয়া জড়ালো মোর গলায়
অবাক হয়ে আমি তাকিয়ে রই তার পানে
কি রয়েছে মনে তার সে ছাড়া আর কে জানে?

সহসা ভাবিয়া উঠি প্রশ্নে মোর মনে
নয়তো জীবন একার আমার জড়িয়ে বহুজনে
মানুষ বিনে মানুষ বাঁচেনা নিখিল ভবেতে
বাঁচতে হলে ভালোবাসো একে অন্যজনে
মনে রেখোনা ভয় রেখোনা কোন সংশয়
একদিন তোমার ভালোবাসার জয় হবে নিশ্চয়।