অস্ত্র নিয়ে যুদ্ধ করিনি বলে কী আমি দেশ প্রেমিক নই?
একটা সময় ছিল অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হয়েছিল
কিন্তু বর্তমানে কী যুদ্ধ করতে হচ্ছেনা?
দেশের দারিদ্রতা দূর করা
দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য কী আমরা যুদ্ধ করছি না?
অবশ্যই যুদ্ধ করছি...
তবে একটি যুদ্ধ শত্রুমুক্ত হওয়ার যুদ্ধ
অন্যটি বেঁচে থাকার যুদ্ধ।

হে স্বাধীনতা!
৫৪ বছর পর তোমায় নিয়ে লেখা
আমার এই কবিতা।
হে জন্মভূমি বাংলাদেশ!
কেমন আছো তুমি?
১৬ই ডিসেম্বর আজ তোমার জন্মদিন
তোমার এই শুভ দিনে লেখা
আমার এই কবিতা।

৪৭ থেকে শুরু ৫২ ‘র ভাষা আন্দোলন
৬৯’র গণঅভ্যুত্থান কিংবা ৭১’র মুক্তিযুদ্ধ
যার কিছুই আমি দেখিনি
দেখিনি কোন আহাজারি কোন কান্না বেদনা
কিন্তু জেনেছি ত্যাগের হাজারো মহিমা
কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তির জন্য নিরবধি সংগ্রাম
আর ভালোবাসার টানে মাটির গন্ধকেে
আপন করে নেয়ার আকুতি
জেনেছি দেশপ্রেম কী?

এদেশের মানুষের জন্য যারা বলি হলো
নিঃসন্দেহে তারাই দেশের শ্রেষ্ঠ সন্তান
তাদের জানাই লাখো কোটি সালাম
সেই সাথে দেশ বিরোধী যারা ছিল
তাদের জন্য ঘৃণা আর ধিক্কার
নিন্দা তাদের বারংবার।

হে আমার দেশ! আমি কৃতজ্ঞ।
তোমার ছায়াতলে আজ আমি ধন্য
তুমি চিরঞ্জীব হও!
আজ ৫৪ তে এসে তোমায় নিয়ে লেখা
আমার এই কবিতা।

জানি, পারবোনা ফিরিয়ে আনতে
লাখো শহীদের রক্ত কিংবা মা বোনের সম্ভ্রম
তাদের ত্যাগের মহিমা আজো বিরল
তারা তেল হয়ে পুড়েছিল বলেই
আজ আমরা প্রদীপ শিখা!
হে মাতৃভূমি বাংলাদেশ!
৫৪ বছর পর তোমায় নিয়ে লেখা
আমার এই উপলব্ধিময় কবিতা।