কাছের মানুষ দূরে থাকলে
চোখে থাকেনা ঘুম
হৃদয়ের মাঝে দেয় দোলা
মাথায় চাপে খুন।

হাসিটা তো দেখিনা তার
আঁখির বাতায়নে
কল্পনায় হারিয়ে যায় মন
সুখ অনুভূত হয় প্রাণে।

প্রেমে অদৃশ্য এক শক্তি থাকে
টানে বিনা সুতোয়
বিবেক সেথায় কাজ করেনা
আবেগ তাকে গুতোয়।

পাশে থাকলে দূরে ভালোই
দূরে থাকলে পাশে
এ এক অদ্ভুত জীবন
কাটছে বারো মাসে।

গভীর রাত জেগে জেগে
পড়ে চোখে কালি
হিসেব করে দেখলে ভাবি
সবকিছু গুড়ে বালি।

জীবনে শুধু চাওয়া পাওয়া
আর আছে স্বপ্নবিলাস
ভালোবাসা হলো নীরব সাক্ষী
আজীবন করে তালাশ।

তবু ভালোবাসি তোমার হাসি
ভালোবাসি মায়াকান্না
প্রেমে পড়ে গেলে এমনি হয়
ঝরে অবিরাম ঝর্ণা।

প্রেম আছে বলেই প্রাণ আছে
আছে বেঁচে থাকার বাসনা
তুমি ভালো থাকো সারাজীবন
এটাই করি শুধু কামনা।