সময় হলো বহুদিনের যাত্রা
মানুষ সেথায় সাময়িক সঙ্গী
দিনের আলো রাতের আঁধার
আরো কত যে ভঙ্গি!

ক্ষীণ সুযোগ পেয়ে যারা
ভাবে নিজেকে শ্রেষ্ঠ মহান
সময়ের কাছে কিন্তু সকলে
আসলেই পরাস্ত এক জোয়ান।

শতাব্দীর পর শতাব্দী যায়
দেখ হারায় অতল তলে
অটল হয়ে আছে ঠিকি
সময় তার গতি বলে।

সময় সেতো ছুটেই চলে
যায়না তাকে কভু থামানো
কর্মেই বেঁচে থাকে মানুষ
ঠিক সময়ের ঠোঙ্গায় মোড়ানো।