তোমায় একটা মুখ বন্ধ খাম পাঠালাম,
উপরে খুব যত্ন করে লেখা তোমার ঠিকানা,
চিঠি খুলে দেখো না যেন,
কারণ ভিতরে কি লেখা সবটায় তোমার জানা।

তোমার পাঠানো খামে পেলাম অজস্র স্মৃতি,
তোমার মনে আছে আমার জন্য প্রীতি,
সকল অনুভূতিগুলো একত্রে সাজানো লেখা,
অবচেতন মনে হয়েছে আমার দেখা।

মনের কথা মনই জানে বলেনা মুখ ফুটে,
মনের মানুষ দেখেনা কভু তা খুঁটে খুঁটে,
সবটাই যদি জানা তোমার মনে হয়,
তবুও তো করতে পারি চিঠি বিনিময়।

অনেক স্বপ্নের ইতি ঘটে কলিতে
সেসব কথা চাইনা আর বলিতে
দু-চোখ ভরে আনন্দে যা দেখি
চোখ বুজিলে মনে হয় সব মেকি।

অনেক কথার হয়না কোন অর্থ
মিথ্যে বলার লাগেনা কোন শর্ত
দুঃখের মাঝে সুখ খুঁজে ফিরি
কষ্টগুলি দিবানিশি ঝরে ঝিরিঝিরি।

অনেক সময় হারিয়ে যায় আলস্যে
নরকে যাবার রাজপথ সে
তবু কেন সেটি গলধঃকরণ করি
তাই সকলে অকালে কষ্টে মরি।