ঐ দেখা গেল চাঁদ মুখখানা হাসিতে অর্নগল
হঠাৎ কালো মেঘের হাতছানিতে ডুবে গেল অন্ধকারে
আবার নতুন করে উদ্ভাসিত হলো মেঘকে আড়াল করে।

মেঘের ঘনঘটা অন্ধকার উপেক্ষা করে
ধরণীতে আলোকিত করাই তার পেশা
নীরবে নিভৃতে নিজেকে অন্যের জন্য বিলিয়ে দিয়ে
সে সুখী হতে চায়।
আসলে সে কতটা সুখী হতে পারে?

পূর্ণিমা শর্বরীকে মুগ্ধকরে
লাখো মানুষের হৃদয়ে আনন্দের মহিমা বাড়ায়
ক্ষণিকের মধ্যে কত কবি, কত সাহিত্যিক
নব নব উপমায় উপমিত করে
নব ভাবের জন্ম দেয় প্রেমিকের মনে।

অপ্রিয় সত্যি বলতে গেলে
মনে প্রাণে চাঁদের সৌন্দর্যকে উপভোগ করি, চাঁদকে নয়।
প্রমাণ মেলে অমাবশ্যায় চলার সাথী না হলে।

প্রয়োজনে মোরা সেটিকেই ধরি
যার জন্য মোরা করি সমাদর অকাতরে
ভাবিও সদা চাঁদটিকে নিয়ে
শুধু এই ছিল তার পাওনা!