আম গাছটি মাথার 'পরে
দাঁড়িয়ে আছে অটল
ছায়ায় ভরা মায়ায় ভরা
হাল ধরা পটল।

আলো ছায়া রুদ্র কায়া
ঝলমলে চারিধার
শীতল হাওয়া শ্যামল মায়া
নীরব সংসার।

নির্ভৃতে চলে নিরস সময়
অপেক্ষায় শেষ প্রান্ত
আম গাছটি আপন মনেই
রয়েছে তাই শান্ত।

যত্নে গড়া রত্ন তুমি
তোমার হয়না তূল্য
জীবন সায়াহ্নে এলে
বুঝি তব মূল্য।

কী লাভ আছে বুঝে তখন?
বলতে পারো তুমি
অচল হবেনা কিছুই
অনুভবে ঘটবে মরুভূমি।

আম গাছটি ভাল থাকুক
দাঁড়িয়ে থাকুক অটল
থাকলে টিকে এই গাছটি
সবকিছুই হবে নিটল।