ঐ আলোতে দূর হলো অন্ধকারের কালি
ঐ আলোতে উঠল জেগে প্রভাতের মালী।
আপন হাতে আপন মনে সাজাই রংধনু
যতই আসুক বাধা ভয় পাবোনা কোনো।

সৎপথে একসাথে এগিয়ে যাবো মোরা
মোদের সাহস দেখে সাহস পাবে তারা।
মনের মাঝে সদা বাজে সত্য কথার ঘণ্টা
ভুল পথে চলতে গেলে দুঃখ পায় মনটা।