প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ-বাংলাদেশ
শস্য শ্যামল মাঠে ভরে যায় ফসলে
হাসি ফুটে কৃষকের মুখে।
নদীর শান্ত ঢেউ গ্রামীণ জীবনকে করেছে মনোরম
সৃখময় বার্তা বহে দেয় শত মানুষের কানে
ক্লান্তি দূর হয়ে রাখালের বাঁশির সুরে।
কিচিরমিচির পাখির শব্দে প্রকৃতিতে আনে ছন্দ
বৃক্ষের ফাঁকে রবি হেসে যায় অনন্ত
ফলফলাদি ফলে দেশ হয়ে উঠে প্রাণবন্ত।
লাঙ্গল চলে ফসলের মাঠে উর্বর ভূমির তলে
কাজ করে যায় দেশের জন্য চাষা-মজুর-জেলে
বৃক্ষ জন্মে মাটির শিরায় গভীর মিতালীতে
খেয়ালী মনের ক্লান্তি শেষে মাঝি চালায় দাঁড়
কলরোল সুরে ছন্দ মিলাইয়া হাতেখড়ি লইয়া
জেলে চলে নদীপথ-
পালকি করে গাঁয়ের বধূ যায় শ্বশুড় বাড়ি
নিত্য নব মানু দেখে দিশা হারায় তারি
হাসি মুখে লালন করে তা
ষড়ঋতুতে ফোঁটে নানা রকমের ফুলের সমাহার
কেয়া, কদম, কাঁশবনের মাঝে খুঁজে পাই দেশকেে
আমার বাংলাদেশকে।