অতীত যার এতো সমৃদ্ধ
তার কিসের ভয়?
সেতো মহান বীর হয়ে
করেছে হৃদয় জয়।
দেশের লাগি এতো মায়া
সে কী কভু মরে?
জাতি তাকে ভালোবেসে
রাখে অমর করে।
সুপ্ত মনে বপন করো
সোনার বাংলার স্বপ্ন
লাল সবুজের উড়াও কেতন
সাধন করো পূর্ণ।
বাংলার বীর সন্তান যত
হয়েছিল জয়ী ভবে
মাতৃ মুক্তির গুলি নিয়েছিল
বুক পেতে সবে।
বাংলার বুকে জন্ম আমার
বাংলায় কথা বলি
ভাষার জন্য ভাইয়ের রক্তও
দিতে হয়েছে বলী।
ভাষার জন্য রক্ত লাগে
কেউ কী জানিত আগে?
সেই ভাষারই অবহেলা
প্রাণে ভীষণ লাগে।
ভাষা মুক্তির পরে পেলাম
একটা নতুন স্বাদ
স্বাধীনতা আনতে মরিয়া হয়ে
জীবনের মায়া বাদ।
কত ভাই যে দিল জীবন
কত মা-বোন সম্ভ্রম
সে স্বাধীনতা রয়েছে বটে
পথ হয়েছে দূর্গম।
আন্দোলন বিনে হয়না আদায়
এমন কোন কিছু
হতাহত হওয়ার পরেই
উদ্যত হয় নিচু।
বৈষম্যের নিবিড় সমাজ থেকে
দূর করতে শোষণ
আন্দোলন করল দেশের মানুষ
জিওয়ে ক্ষোভ পোষণ।
আবার দাবি আদায় করিতে
রাজপথে আজ ছাত্র
স্বৈরাচার সব পতন করে
কাটছে দিবারাত্র।