প্রতিটি ক্ষণ রোমাঞ্চকর প্রতিটি ক্ষণ ভাবনার
হৃদয়ে লাগে দোলা যায়না তাকে ভোলা
এমনই এক মিষ্টি অনুভূতি।

দৃষ্টি সীমানা যতদূর যায় অযথাই তাকিয়ে রই
যদি তাকে দেখা যায়, এক পলক!
এক অদৃশ্য টানে মন বদলায় ক্ষণে ক্ষণে
লজ্জা জড়তা ভয় সবমিলিয়ে
অজানা এক মিষ্টি হাসি মুখে লুকিয়ে থাকে।

নাওয়া খাওয়া ভুলে দাঁড়িয়ে এলো চুলে
গাল দুটি ফুলে অজানা এক অপেক্ষায়
দিন কাটায় যদি তার দেখা মিলে একবার!

যতই হোক আলাভোলা কিংবা কালা খোলা
কিছুই পায়না ঠায় আপন কুলোয়
শুধু মনে এক রহস্যের আতঙ্ক বারে বারে
তাকে খুঁজে ফেরে নানান অছিলায়
মন বলে যদি একবার, একপলক দেখা পাই!

মনে যেন এক দূর্দান্ত সাহস সঞ্চার হয়
থাকেনা সেথায় কোন ভয়
শুধু থাকে একটি ভয়
যদি তোমায় না পাই?

কোনো শাসন বারণ শোনেনা
কোনো ন্যায় নীতি বোঝেনা
কোনো কিছুই কোনো বাধা নয়
যদি একবার মনে হয়
সে শুধু তোমার বাহুতে বাধা
তোমার আনন্দে আত্মহারা
তোমার চোখের স্বপ্ন যতক্ষণ পায় ঠাঁই।

এমন পথে হারিয়ে যেতে এখন দুর্বার সে
শত কথা কিছুই কানে তুলে না
ভাবেনা কিছু আগে পিছে!
শুধু চায় মন পেতে
তাই থাকে সারাক্ষণ মেতে!
প্রস্তুত নয় পরে এর পরিণাম
কী হয় না হয়!

একটা সময় আসে হায় যখন মোহ কেটে যায়
হৃদয়ে বাজে বিরহের সুর
কাটায় দিবানিশি কষ্টের সাগর পিষি
মন যেতে চায় অচিনপুর।

এমনই পরিণতি যদি চাও
প্রেমের দেশে যাও
কুড়ে নাও যত যন্ত্রণা, কষ্ট, বিরহ
এমন চিত্রই প্রেমে থাকে অহরহ।