সুনাম করার আগে ভাবো একবার
সুনামের যোগ্য কি-না তিনি সবার?
তোষামোদ করে শুধু করিওনা ভারী
অকারণে করলে তাহা ক্ষতি হবে তার-ই।

তবে খেয়াল রেখো বিপরীত লিঙ্গে
এমন যেনো না হয় কেড়ে নেয় ফিঙে
হাসি দিলে সরল মনে আপন গুণে
কাল হবে সেটিও সংসার অঙ্গনে।

অবচেতন মনে খেলে নবীন মেলা
বাস্তবে কিন্তু মোরা প্রবীণ কামলা!
প্রিয়জন খুব প্রিয় থাকিলে বিশ্বাস
চিড় ধরিলে তাতে আসিবে সর্বনাশ।

সত্যি বলছি! এমনটিই হয় সংসারেতে
ভুল হলে দাঁড়াতে হয় কাঠগড়াতে
বিবেককে করি তখন নানা জিজ্ঞাসা
স্বীয় ভুল স্বীকারেতে আসে মীমাংসা।

কম বুঝা বেশি ভালো শান্তির আশায়
বির্তক এড়িয়ে চললে সম্মান বাঁচায়
সুনাম কর তারি, না যেন হয় বাড়াবাড়ি
শান্তির জন্য মোরা চল তোষামোদ ছাড়ি।