চোখ বুঁজলে দেখি কালো
আর মেললে দেখি আলো
মেলার চেয়ে বুঁজলে পরে
দেখা যায় অনেক ভালো।
কিছুই দেখা যায়না আঁধারে
চোখ যদিও হোক ভালো
দেখতে হলে চোখের জন্য
দরকার হয় ক্ষীণ আলো।
চোখ বুজিলে ঘন আঁধারে
যায়না কিছু দেখা
মন সচল থাকলে পরে
সবকিছু যায় আঁকা।
চোখের সীমানা আছে তব
মনের সীমানা নাই
দরদী মনের আবডালে তাই
সবই দেখতে পাই।
চোখের ভিতরে চোখ আছে
দেখতে লাগে অন্তর
মন সেথায় স্পর্শ করলে
চলতে পারে তেপান্তর।