বাদল নামে বদর হাঁটে
নিত্য বেচাকিনি
জনে জনে মিশেল হবে
আগে তো ভাবিনি।

মেঘে মেঘে দ্বন্দ্ব হলেও
মিলে যেন পানি
দুধের ভিতর চোনা পরলে
নষ্ট হয় জানি।

হবে হবে সকল কিছু
কোন কিছু বাদ যাবেনা
বাদল এলেও বদর হাটে
বেচাকিনি থামবেনা।

এমন কিছু মানুষ আছে
জগতো সংসারে
একটি কাজ করার আগে
ঘুরে দ্বারে দ্বারে।

নিজে করে রাখে ঠিক
সে কী করবে!
শেষে যেন কাজে ধরা না খায়
তাই জনে জনে বলবে।

গ্রামগঞ্জে একটি কথা
বহুল প্রচলিত
বিচার মানি তাল গাছ আমার
না হোক তা মনমতো।

বহুজনের পরামর্শ নেওয়া
জ্ঞানী লোকের দাওয়া
সেখান থেকেই সঠিক সময়
সিদ্ধান্ত যায় পাওয়া।

নানান জনের মতামত নেন
নানান ভাবনা ভাবুন
সিদ্ধান্ত যে নিতে হবে আপনার
সেটিই জেনে রাখুন।