রবি’র আলোয় পথ দেখি
জ্ঞানের আলোয় চলি
বিধূর আলোয় স্বপ্ন দেখি
মনের কথা বলি।

হঠাৎ আলো বদন তাহার
খানিক বাদে আঁধার
বাহিরে হোক যতই কালো
ভিতরে বিশদ রাঙা।

হাসি হাসি চোখটি মাঝে
দৃঢ়তার তেজটি আছেে
আলোয় ঘেরা দেখি চারিধার
সময়তো নেশায় জ্বলিবার।