তুমি কষ্ট দাও বলেই তোমায় ভালোবাসি
কাননের সব ফুল এক করে গাঁথি মালা
পাখির কণ্ঠে গাই গান
নদীর স্রোতে ভাসাই ভেলা
ভুলে যাই অতীত যতসব কষ্টের জ্বালা।

তুমি ভুলে যাও বলেই তোমায় ভালোবাসি
আকাশের তারকারাজির সাথে মিটিমিটি হাসি
মেঘের ভেলায় চড়ে ঘুরি
খেয়ালের আকাশে উড়াই বাহারী ঘুড়ি
স্মৃতির পাতায় রেখে করি সতত খেলা।

তুমি চলে যাও বলেই তোমায় ভালোবাসি
দুয়ারে বসে থাকি একলা নিরালায়
রৌদের লুকোচুরি দেখি গাছের পাতায়
শিহরিত হই দখিনা পবনের ছোঁয়ায়
মনে পড়ে সোনালী মনের কথা।

তুমি ফিরে আসবে বলেই তোমায় ভালোবাসি
গানের খাতা খুলে গাই গান
লেখি মনের কথা গল্প-গান- কবিতা
দেখি দু’নয়নে সুখের মাতন
ভুলে যাই সব দুঃখ-গ্লানি-ব্যথা।