হঠাৎ আগুন জ্বলে মাথায়
কথা টনটন
নেতা হওয়ার মানসিকতা
থাকে সর্বক্ষণ।

মনে জ্বলে অনেক কথা
বলে ঠাস ঠাস
কার কী হল সে বিষয়ে
না ভেবে করে ফাঁস।

জিততে হবে হারবো না যে
এটিই যে তার ব্রত
যে কারণে কেউ হয়না
তার মনের মতো।

মৃদুহাসি মুখে তার
নাইযে তার কোন কাল
সবার সাথেই আসর জমায়
সকাল আর বিকাল।

কলকল করে কথা বলে
ধারেনা কারো ধার
কথার পিঠে কথা বলে
খেলে আলো আধার।

সহ্য করা মহা বিপদ
এই মানুষটির কাছে
যতদ্রুত কাজ করা যায়
তাড়না তার মাঝে।

মনটি যে তার খুবই নরম
প্রকাশ নাহি করে
উপর দিয়ে কথা বললেও
নিরবে কেঁদে মরে।

আঁখি  ছলছল থাকুক যতই
তাতে কী যায় আসে?
বজ্রধ্বনি তার ভিতরে
সবসময়ই ভাসে।