সবুজের মাঝে লাল সূর্যকে জিজ্ঞেস করিনু,
তুমি কোথা হতে এলে?
বলিল আমায়, “শোন, তোমার মাটি বড় খাঁটি
রঞ্জিত করিল শত্রু ঘাঁটি,
ছিনিয়ে নিল রুদ্র বাটী, আসিনু তা হতে।”

লালকে ঘেরা সবুজকে জিজ্ঞেস করিনু,
তুমি কোথা হতে এলে?
বলিল আমায়,“ রুদ্র ঝাঁজে পড়িল তোমার বন বনানীর মাঝে,
মাতিয়ে দিল আমায়, ফসলের মাঠে আর বৃক্ষের হৃদয়ে,
আসিনু সেই মাটি হতে।”

সবুজ ও লাল মিলে জিজ্ঞেস করিল মোরে
“আমরা কী ! তুমি কি জানো?”
বলিলাম আমি, “তুমি ভূস্বামী, আমার দেশের প্রাণ।
এদেশের মাঝে ধনী আমি হলেও
তোমার কাছে চিরঋণী।
তোমরা করেছ মোদের গর্বিত ও মহান
তুমি আমার দেশের নিশাণ।”