সুপ্ত রাখে আপন মাঝে
গুপ্ত মনের ছায়া
হৃদয়ে তার অনেক জায়গা
সবার জন্য মায়া।
সবকিছুতেই সবার আগে
ছুটে চলে নিরবধি
তার মনে নাই কোনকিছুই
দেখিনি আজ অবধি।
হাসি-কান্না লুকোচুরি একটি
অসাধারণ খেলা
যেথায় যায় সেথায় ঘটায়
খুশির রঙ্গ মেলা।
মানসিকতা তার অনেক ভালো
ছুটে সবার জন্যে
এ কাজেরি বদৌলতে
সবার কাছেই সে গণ্য।
শান্ত স্বভাবের মিষ্টি মেয়ে
আপন মাঝেই বন্দি
পালানোর জায়গা পায়না সে
পেরিয়ে আপন গন্ডি।
সবাইকে সে আগলে রাখে
সবাই তার বন্ধু
সবার জন্য সে যে কাঁদে
কেঁদে কেঁদে হয় অন্ধ।
তার যে আছে মমতা মাখা
আতর গোলাপ হাসি
সে যে মোদের সবার প্রিয়
সবাই তাকে ভালোবাসি।