স্বর্ণলতার ডালিম গাছে
স্বর্ণকমল মৌ
জেগে আছে সজাগ ধ্যানে
গাঁয়ের রাঙা বৌ।
নিত্য নতুন কথার তালি
ভাগ বসিয়ে খায় গালি
দূর পবনের তারা এসে
গল্প জুড়ায় গানে
মিষ্টি কমল আপনমনে
স্বর্ণলতা টানে।
শিশির ঝরা প্রভাতবেলা
শুকনো রোদের আলোয়
কাটছে সময় সদা ভাঁজে
চাদর মুড়ে ভালোয়।
মৌ ডাকি ডালিম তলে
স্বর্ণলতার কথা বলে
দুষ্টুমির ছলে
হঠাৎ জিজ্ঞেসিত শালু
“ওরা কী বলে!”
মিষ্টিস্বর্ণ মিষ্টি মৌ
মিষ্টি শালুর বাটী
এসেই দেখি রক্তবর্ণে নগ্নপায়ে
সিমরান এল হাঁটি।