সূর্যি মামা রাগ করেছে
ছড়িয়ে দিচ্ছে গরম
খুকুমনি সঙ ধরে
পাচ্ছে অনেক শরম।

হাত দুটি তার কচিকচি
অনেক অনেক নরম
মিষ্টি খেয়ে বেজায় খুশি
আনন্দ পেয়েছে চরম।

সূর্যি মামা রাগ করেছে
দিচ্ছে অনেক রোদ
জানিনা সে কেন এমন
করে নিচ্ছে প্রতিশোধ?

সন্ধ্যা হল নিভে গেল
সূর্যি মামার আলো
গরমের মাঝেও আজ
দিনটি ছিল ভালো।