আমাকে নিয়ে তোমার ভাবনার নাই শেষ
আর
আমি উদাস নয়নে চেয়ে থাকি নিরুদ্দেশ।
তুমি
এতো কাছে তবু কেন পাইনা তোমায় খুঁজে?
কিছু
জানিনা নাকি বুঝিনা আসেনা মোর বুঝে ।
কী চাই আমি
আমার মাঝে যদি না পারি করতে ঠিক?
তখন
অজান্তেই নানান দিকে ছুটে যাই দিগ্বিদিক।
কাছের মানুষ কাছে থেকেও কাটায় বিরহে
দুঃখ সে পায় তাহার মাঝে আমারই কারণে।

ছোট ছোট চাওয়া গুলোও যখন হয়না পূরণ
মন ভেঙে যায় হাসিও হারায় তাও আমার কারণ
হাত ধরে হাটা, ঘুরতে যাওয়া,
একান্ত সময় কাটানো
যখন এটাও পেতে বাধা!
একজীবনে আর কী আছে নীরবে শুধু কাঁদা।

আমার হীনমন্যতা তোমায় স্বপ্ন ভেঙে দেয়
তুমি কষ্ট পাও নির্জনে
আমি নিরুপায় এক অবুঝ প্রেমিক
তোমার মর্ম বুঝি ক্ষণে ক্ষণে।