বাড়িওয়ালাদের একটাই কথা
ভাড়া চাই ভাড়া
সময় মতো না পেলে
ভাড়াটিয়া তাড়া।
বিনা ওজরে ভাড়া বাড়ে
পূর্ব নোটিশ ছাড়া
এমনতেই বছরে বছরে বাড়ে
লাগামহীন ভাড়া।
লাগলে ভালো থাকেন হেথায়
চলবেনা কোন অভিযোগ
এ জগতে যেন ভাড়াটিয়ার
বুলির হয়না সুযোগ।
কড়ি ব্যয় করি থাকি বটে
নেই মনে শান্তি
দিনের শেষে রাত এলেও
কাটেনা তবু ক্লান্তি।
বাড়িওয়ালা হলাম না কেন
এটাই প্রশ্ন এখন?
ভাড়াটিয়ার পোশাক পড়ে থাকি
আতঙ্কে যখন তখন।
বিচার নাই রে বিচার নাই
এমন বাড়িওয়ালার
ভাড়াটিয়া হওয়াই বড় অপরাধ
ঘটছে জগত জোড়া।
নতুন ভাড়াটিয়ার অনেক খাতির
পুরাতনে অবহেলা
নতুনের বেলায় ভাড়া কমলেও
পুরাতনে বাড়ে জ্বালা।
মনে হয় যেন অপরাধী তারা
কেন যে ভাড়া থাকে!
নতুনের বেলায় হাসিখুশি মুখ
পুরাতনে বাঁকা থাকে।
বাড়িটাই তার একমাত্র সম্বল
এটাই চলার খোড়াক
টাকা পয়সায় শেষ কথা
অন্যসব চুলায় যাক।