রফিক ভাইয়ের স্বপ্ন ছিল
মায়ের ভাষায় কথা
শফিক ভাই শুনতে পেয়ে
হাঁকান বুলি যথা।

রাষ্ট্রভাষা বাংলা চাই
স্লোগানে মুখর রাজপথ
শহীদ হলো তারি জন্য
সালাম-জব্বার-বরকত।

মায়ের ভাষার জন্য মোদের
ভাইয়েরা দিল প্রাণ
বুকের তাজা রক্ত ঢেলে
রাজপথে গাই গান।

মুখের কথা কেড়ে নিতে
এসেছিল হায়নার দল
তাদের দমন করতে মোদের
লেগেছে অনেক বল।

বাংলা ভাষা বাংলা ভাষা
মোদের মাতৃভাষা।
এ ভাষারই জন্য মোদের
ছিল অনেক আশা।

রক্ত দিল রাজপথে ভাই
ঘরে মা-বোনের আহাজারি
শত্রু তুমি এখানেই কুপোকাত
করোনা অযথা বাড়াবাড়ি।