হবু শ্বশুর বাড়ি হতে উপহার পেলাম আম
ব্যাগভর্তি আম নিয়ে ঢাকায় চলিলাম।
আম দেখে ঢাকার মানুষ হলো বেজায় খুশি
সবার মাঝে বিলিয়ে সে আম কিনি সবার হাসি।
আম খেয়ে সবাই এসে করে অনেক সুনাম
অনেক মিষ্টি আম খেয়েছি দিল কৃতজ্ঞের দাম।
শ্বশুর বাড়ির সবাই অবাক শুনে এমন কথা!
আম কখনো মিষ্টি হবেনা এটাই বাস্তবতা।
সারাজীবন খেয়েছি আম সেটি যে কত টক!
বিশ্বাস হয়না মিষ্টি সেটি অযথাই বকবক।
জানিনা কেন টক আমটি শহরে এসে মিঠে
ব্যাগ হয়তো বদলে গেছে বলল কথার পিঠে।