বলিতে পারিনি কখনো আমি
তোমায় ভালোবাসি।
দু’চোখ ভরে দেখেছি তোমায়
বারে বারে ফিরে আসি।

কল্প চোখে বেধেঁছি বাসা
মনের গহীন বনে।
হৃদয় নামের পাখিটি আমায়
কেবলি পিছু টানে।

মুখ ফুটে বলিনি আমি
তোমায় ভালোবাসি।
সদাই শুনেছি তুমি বলেছো
তোমায় ভালোবাসি।

প্রেম এসেছে হৃদয় মাঝেে
উঁকি দিয়েছে বারে বারে।
অজানা কিসের ভয়ে জানি
বলিতে পারিনি আমি।

আপন গন্ডিতে বাঁধা আমি
বলছি অনেক বাকি।
সময় স্রোতে ভেসে সদাই
আপনাকেই দিচ্ছি ফাঁকি।

পারিব কী বলিতে আমি
তোমায় ভালোবাসি?
বাধিঁব ঘর তোমায় নিয়ে
অজস্র রাশি রাশি।

পারিব কি বলিতে হে প্রিয়তমা
তোমায় ভালোবাসি!
তোমার টানে বারে বারে
তাই ছুটে আসি।

পারিব কী বলিতে হে প্রিয়তমা
তোমায় ভালোবাসি!
তোমায় ভালোবাসি!!
তোমায় ভালোবাসি!!!