সুখ অন্বেষণে চষে বেড়াই
নিত্য এঘর ওঘর
যাকে ভাবি অতি আপন
সেও হয় যে পর।

মৃত্যু কামনা করি তখন
ভাবি কেন আছি বেঁচে?
খানিক বাদে আবার ভাবি
সব ভাবনাই মিছে।

শান্তি খুঁজি শান্তি,
পাইনা মোটেও ঘরে
ঘর ছাড়ি শান্তির আশায়
পাইনা তা পরেও।

কেউ কাউকে দিবেনা শান্তি
এ জগত মাঝে
আপন শান্তি খুঁজতে হবে
আপনেরই ভাঁজে ভাঁজে।

শান্তি পেতে চাইলে আগে
হতে হবে শান্ত
শান্তই হলো শান্তির মূল
মানুষ যদি তা জান্ত!

শান্তির ফেরি করে বেড়াই
সকাল বিকাল সাঝে
শান্ত হয়েই শান্তির খোঁজ
করো জগত মাঝে।