আসিনু প্রভাতে বহু বহুদূর হতে
আপন শক্তি মজবুতে
রহিব ভুবনে ছড়াবো আলো
কোণায় কোণায় চারিধারে।
সূর্যের আলো নিয়ে আসি
তাপের প্রবাহ ছড়িয়ে আসি
গরম অনুভব জাগিয়ে আসি
কখনো কষ্ট বাড়াই কখনো শান্তি ছড়াই
কখনো আমিই অপরিহার্য
প্রাতে আসি গোধূলি রাঙিয়ে যাই
স্মৃতিতে থাকি সকলের মনে।
বৃক্ষদেবী আমায় পানে চেয়ে থাকে
প্রাণীকূলের স্বাস্থ্যসেবায় আমি আছি
জ্যোতি বিলায় কাপড় শুকাই
আমি আছি তাই ছায়ার এত মূল্য
কখনো শত্রু কখনো মিত্র
কখনো আমিই পথ্য
সকাল দুপুর সাঁঝেই
বিরাজ করে আমার লুকোচুরি।