বাবার হাত ধরে ছেলেকে নিয়ে দূরে
এক পড়ন্ত বিকেলে
নদীর ঘাটে উচু ডিবিতে দাঁড়িয়ে
একটি ফ্রেমে বন্দি হলে।
সময় চলে গেলো রেশ রয়ে গেলো
শুধু নিয়তির ছলে
এখন দুজন যোজন যোজন দূরে
হলেও না থাকি ভুলে।
স্মৃতি রোমন্থন করে ছোট্ট বাহনে চড়ে
এলাম বাড়ি ফিরে
বাবা ছেলে একাকার প্রকৃতির সৌন্দর্যে
বন্দি ফ্রেমে রাখি ঘিরে।
এক জীবনে এমন ক্ষণ আসে বা কখন
ছোট্ট ভুবন সনে
ভালো লাগা ক্ষণিকের টিকে বহুদিন
অবসর মনে।