বসন্ত বরিলাম আজি
নব প্রভাতবেলা
এসো এক সাথে আজি
করিব খেলা।

হানাহানি মারামারি
করিব না আর
প্রত্যেকে প্রত্যেককে
দিয়ে যাবো ছাড়।

স্বপ্ন রচিব কৃষ্ণচূড়ার ডালে
সজীব প্রাণের মাঝে
হব মোরা অনেক বড়
সাজাবো নব সাজে।

ঋতুরাজ বসন্ত আজি
হয়েছে আগমন
চল সবাই করতালি দিয়ে
জানাই স্বাগতম।

হে বসন্ত হে ঋতুরাজ
হে প্রিয় ধরণী
একসাথে ভালোবেসে
রাখিব তব স্মরণী।