তোমায় মনে পড়ে ও বাবা
তোমায় মনে পড়ে
তোমার কথা ভাবতে গেলেই
অশ্রু ঝরে পড়ে।
তুমি আছো হৃদয়ে জনম জনম ধরে
তোমার অতীত স্মৃতিগুলো
বারে বারে মনে পড়ে
তোমায় মনে পড়ে ও বাবা
তোমায় মনে পড়ে।

আজ তুমি আছো দূরে
জানি আছো অনেক ভালো
তোমার সকল স্মৃতি গুলো
আজো অগোছালো
তোমার কথা ভাবতে গেলেই
অশ্রু ঝরে পড়ে
তোমায় মনে পড়ে ও বাবা
তোমায় মনে পড়ে।

জীবনের অনেক কঠিন সময়
হয়েছে পাড় তুমি ছিলে পাশে
তোমার সকল ত্যাগগুলো আজো
চোখে ভাসে
তুমি ছিলে আশার আলো তুমি ছিলে সব
তোমার সকল স্মৃতি গুলো আজ করছি অনুভব
তুমি আছো তুমি রবে ভাবছি বারে বারে
তোমায় মনে পড়ে ও বাবা
তোমায় মনে পড়ে।