গাছ বাঁচলে প্রাণ বাঁচে
আশায় বাঁচে জীবন
স্বপ্নের গহীনে পিপাসা নিয়ে
সম্পর্ক বাঁচাতে করি যতন।
অবজ্ঞা অবহেলা নিয়ে
যতন করিলে হায়!
শান্তি কভু মিলবেনা
সুন্দর নিরালায়।
নিজের জন্য চাইলে ভালো
অন্যের জন্য কেন নয়?
সম্পর্কের মাঝে আসলে
কিসের অজানা ভয়?
আসল দুঃখ নকল দুঃখ
সকল দুখের কারণ আছে
শান্তি আসলে আপেক্ষিক শব্দ
নানান জনের কাছে।
শোকর আদায়ের চেষ্টা করি
থাকবেনা কোন ভয়
সুসম্পর্কের মাঝেই সুখ আছে
হবে সবকিছুই জয়।