ভালোকে ভালো বলো আর কালোকে কালো
গুণের কদর করো জাতপাত ভুলো
ন্যায়কে অন্যায় আর অন্যায়কে ন্যায়
বলে বলে জীবনটা করোনা ব্যয়।
দোষাদুষি যত করো সে তো সাময়িক
সত্যই সুন্দর থাকে দিন অনেক।
কালের গর্ভে হারিয়ে যাবে অসত্য যতো
রয়ে যাবে সত্যটুকুই তা হোকনা ছোট।
জ্ঞানীগুণি তাদের কভু করোনা হেলা
অর্জিত অভিজ্ঞতায় তারা আনিল ভেলা।
অনেক সহজ তাই যেতে বহুদূর
সময় বাঁচে শ্রম বাঁচে আরো বাঁচে সুর।
সত্য সদা সত্যই রবে আজীবন ভবে
মিথ্যে শুধু দম্ভ করে রয়না টিকে সবে।
সদা মিথ্যে বলে যারা হীনমন্যতায় আচ্ছন্ন তারা
সত্য জেনেও অজানা ভয়ে থাকে জড়োসড়ো।
মিথ্যে প্রচার করে ঢাকি সত্যের অঙ্কুর
সত্য বাঁচে সত্যের মাঝে মিথ্যে ভঙ্গুর।
সত্যের শক্তি আছে তাই আপন ধারায় ফুটে
মিথ্যে যতই ধেয়ে আসুক সরেনা পিছু মোটে।
তাকে তুমি করো হেলা কেন এ ভবে?
নিলে তার সেবা আনোনিতো কিছু বাহুজোরে।
অহম করো ছোট করো কিসের বলে?
সত্যকে লও আপন মাঝে সহজ করে।