চারদিকে এ কী শুনি!
ঝম ঝমা ঝম
বৃষ্টি ধ্বনি।
অম্বুদ যখন রাগে
বৃষ্টি ফেলে ভাগে!
চুটিয়ে নেই মোরা সেই রাগ
মনের অন্তরায়!

মর্মে মর্মে সে বাণী
ছিদ্রে হৃদয় খানি
ছুটি তার পানে
বিনি সুতায় স্নান কিনি।

স্পর্শে হৃদয় কেঁপে ওঠে
নিচ্ছে মোরে লুটে
দু-চোখে ঝরে আনন্দ
এ কী বৃষ্টির ছন্দ!

বিধির এত লীলাখেলা
রহিত বৃষ্টিতে
মজিনু মোরা তারি সনে
অপরূপ দৃষ্টিতে।