বাংলার বুকে আবার রক্ত ঝরালো কে?
কৃষক শ্রমিক মজুর শ্রেণি টলমলে জেগেছে?
না না না তারা জাগেনি জেগেছে ছাত্র সমাজ
আন্দোলন তাদের মানতেই হবে
দিতে হবে কোটার তাজ।
রাজপথ আবার করিল রঙিন ৫৩ বছর পর
কীসের জন্য তরুণ সমাজ ছাড়লো তাদের ঘর?
কোটা আন্দোলন সেটি মানতে নারাজ সরকার
সারা বাংলার মানুষ এক হলো
বাড়লো আন্দোলনের ধার।
স্বাধীন দেশে পরাধীন নাগরিক কে বা ভেবেছে
নিজের টাকার কেনা বুলেট নিজের বুকে ছেদেছে।
কতটুকু সাহস থাকলে বুক পেতে নেয় গুলি
দাবী আদায়ে এমন বীরকে কেমনে মোরা ভুলি?
পুলিশের গুলি স্বাধীন দেশে সেটা কী শোভা পায়?
এই প্রশ্নের জবাব খানি সরকারের কাছে নাই।
সরকার আছে আত্মগরিমায় যা খুশি তাই হোক কোন চিন্তা নাই
যেভাবেই হোক ক্ষমতার গদিতে তাদের থাকা চাই।
রাজপথে তুমি দাবী আদায়ের জন্য দিলে প্রাণ
শপথ নিলাম মোরা ভুলবনা তোমাদের অবদান।