জীবনের প্রতিক্ষণ ভিন্ন ভিন্ন বটে
কখন যে কেমন করে কী যায় ঘটে!
আগে থেকে সেটি যদি কেউ জানতো
তবে সবে সর্বত্র পরিমিতি আনতো।
ছুটতো না কেউ এদিক-ওদিক এলোপাতাড়ি
শান্তির সাথে সখ্য গড়ে নিতো হাতেখড়ি
থাকতোনা স্বার্থচিন্তা থাকতোনা ভেদাভেদ
হতোনা কভু কারো সম্পর্ক ছেদ।
মিলেমিশে থাকা সেতো পরম পাওয়া
কল্পনাতে পেলেও সেটি বাস্তবে হাওয়া
তবু মোরা মেহনত করি একের পর এক
পরিমিতিবোধ এনে দিবে সুপথের বেগ।
ভিন্নতা আছে বলেই জীবন বিচিত্র
তারি ভিতর বেছে নিবো সঠিক ক্ষেত্র
প্রতি পদে পদে মোরা এখনো ছাত্র
মেনে নিলেই সর্বত্র থাকে সুনেত্র।
মুখে হাসি বুকে বল এমনটি যার
তারি মাঝে সুখ নিহিত জানা সবার
অযথা অস্থিরতা আর নানান দরকারে
তাই কী মোরা ভুল করি বারবারে?