বালিশ নিয়ে চলছে খেলা
হচ্ছে হরিলুট।
ভুলেই গেছে ছোট্টবেলার
খেলা গোল্লাছুট।
একটি বালিশ অনেক দামি
ছয় হাজার টাকা
বালিশের জায়গায় বালিশ আছে
টাকাটাই ফাঁকা।
যাচ্ছে টাকা যতই যাক
কার মাথাব্যথা আছে?
পরের ধনে পোদ্দারিটা
সরকারিদের কাছে।
জনগণ মোদের অনেক বোকা
শক্তিও তাদের কম!
সরকারের কাছে জিম্মি হয়ে
ফুড়িয়ে গেছে দম।
বিঃদ্রঃ রূপপুর পারমানবিক কেন্দ্রের আবাসনের দূর্নীতি নিয়ে লেখা।
তারিখঃ ২০ মে ২০১৯