জানালার পাশে বসে
দেখি নীল আকাশ
কাননে ফোঁটে ফুল
ছড়ায় সুবাস।

গাছে গাছে ফুলে ফুলে
ঊর্মির ন্যায় পত্র দোলে
পাখিসব উড়ে চলে
দখিনা পবন আঁখি মেলে।

হর্ষে আমার হৃদয় নাচে
ফলগুলো সব ঝোলে গাছে
শুণ্যে ভেসে যায় কেশে
প্রকৃতি সাজে নয়া বেশে।

কী! মনোরম অনুভূতি
প্রকাশ নাহি পায়
সেই দৃশ্য দেখার জন্য
মন হারিয়ে যায়।