সম্মানিদের সম্মান কর পাবে সম্মান
সম্মান ছাড়া এ জগতে নাই কারো দাম।
হাসিমুখে কথা বল চক্ষু পানে চেয়ে
সাফল্য আসবে ছুটে তব পানে ধেয়ে।
সত্য অনেক শক্তিশালী মিথ্যা নড়বড়ে
সত্য ঢেকে যতই বল মিথ্যা কথা জোরে।
মানুষ ছাড়া প্রকৃতি ভাবা যায়না
যতই কর বাড়াবাড়ি সৃষ্টি অজানা।
হাসি-কান্না- দুঃখ থাকে পাশাপাশিি
এই নিয়ে মানুষ জাতি নিত্যদিন বাঁচি।
শব্দের পর শব্দ দিয়ে লিখি কবিতা
ভালোবেসে এ জীবন অর্জিত জীবন পাতা।