দেশের মান অটুট থাকুক
সকাল দুপুর সন্ধ্যা
ছড়িয়ে যাক মমতা গান
কেটে যাক বন্ধ্যা।
মোদের দেশ আয়তনে ছোট
তাতে কী যায় আসে?
এই দেশেরই মাটির গন্ধে
শস্য শ্যামল হাসে।
কোটি মানুষ বসত করে
এক ছাতার নীড়ে
তবুও মোরা ভালো থাকি
সারা বছর ধরে।
নেই ভেদাভেদ নেই কোলাহল
নেই কোন দ্বন্দ্ব
শান্তি প্রিয় স্বদেশ আমার
মায়ের মতো গন্ধ।