সকালে রোদ সন্ধ্যায় আধার
কালো আছে তাই কদর সাদার!
চারদিকে এখন গোলক ধাঁধা
জয় হয়না কিছু বিনা বাঁধায়।

মনটা অনেক বেহায়া বটে
থাকেনা কিছুতেই স্থির মোটে
কখন যে কী হয় কেউ জানেনা?
সবকিছু পেয়েও মন মানেনা।

যে যত পায় আরো পেতে চায়
পেয়ে ভরেনা মন
নিঠুর ভুবনে পাওয়ার আশায়
ছুটছে সারাক্ষণ।

একটা পেয়ে শুধায় যখন
আমার আর লাগবেনা
পরক্ষণেই আরেকটা পেলে
তার ভাগ ছাড়ে না।