শিশুর কোমল গালে থাকে অকৃত্রিম হাসি
মুগ্ধ করে কাছে টানে সুখ রাশি রাশি।
যতই থাকি পাপী তাপী তাতে আর কী হয়!
কোমল পরশ পেলে কেটে যায় সকল ভয়।
যত্নে গড়া এই হাসিটি থাকুক জনপদে
মাতৃক্রোড়ে থাকে সে পরম নিরাপদে।

বাহির থেকে প্রিয়জন যবে ঘরমুখী এলে
দুহাত মেলে ছুটে যায় সে তার কোলে।
কী আকুলতা! কী আনন্দ! থাকে যে মনে
কত নিরাপদ জোন সেটি শিশুই জানে।
এমন মমতা যে মুখে আকাঁ নিত্যদিন
সকল ক্লান্তি তখন হয়ে যায় বিলীন।