সময়ের ব্যবধানে থাকবেনা কিছু
মিথ্যে শুধু তুমি ঘোর তার পিছু
কিছু হাসি কিছু দুঃখ এইতো জীবন
সবচেয়ে সত্য সেটি হলো যে মরণ।
আজ তুমি হতে পারো রাজা মহারাজা
ভেবোনা তাই বলে পাবেনা সাজা
কিসের বাড়ি কিসের গাড়ি কিসের হালচাল
থাকবে নষ্ট হয়ে রক্ষিত মালামাল।
রবি-শশী দিবানিশি দিয়ে যায় আলো
থাকবেনা সেগুলোও যতই হোক ভালো
ছোট হোক বড় হোক তাতে কী যায় আসে
থাকবেনা কোন কিছুই জানি তার পাশে।
সময় থাকিতে হায় অন্তরে দাও ঠাঁই
ভালোবাসো মানুষ ভালোবাসো সৃষ্টিকে
দেখোনা অণুকায় সৃষ্টিকূল মাঝে
তারাও আসবে তোমার কোন না কোন কাজে
থাকো সদা তব মাঝে সেবায় হারিয়ে
শুদ্ধ, মুক্তি পাবে সবই ডিঙ্গিয়ে।
সেবায় ধর্ম সেবায় মুক্তি সেবায় চিরমহান
আজি সবাই চল সমস্বরে গাহি সাম্যের গান
দু’টি চোখ, অন্তর ও জ্ঞান কিছুই দেখলোনা
জানো, একদিন কিছুই থাকবেনা!