সময়ের স্রোতে ভাসে জীবন
থেমে গেলেও থাকে চলমান
অনেক থাকার মাঝেও থাকে
না থাকার হতাশা ও গ্লানি।

জীবন তো নয় চিরন্তন
একদিন পালিয়ে যাবে
আপন ভুবনে মুক্ত মনে
বিধাতার কাছে।

ধরণীর মাঝে স্মৃতি একেঁ রয়
এসেছিলাম চিহ্ন রেখে কয়
দেখা হবে আবার শেষ সীমানায়
সে ব্যবস্থাও আছে।

মরণের পর কেউ থাকেনা পাশে
চলে যেতে হয় অজানার কাছে
কাছের মানুষ এসে করে কানাকানি
কে নেবে লাশ দাফন কোথা জানি

কেউ বলে হেথা দাও কেউ বলে সেথা
একটা মানুষ আসলে থাকবে কোথা
বেঁচে থাকা কালেও যদি করে নিজে ঠিক
আত্মীয় স্বজন এসে বলে নয় সেটি ঠিক

আমায় বলেছিল সে থাকবে কোথা
আরেক জনে এসে করে দেয় ভোতা
চোখের কাছে থাকবে করব দোয়া
দূরদেশে গেলে সব যাবে যে খোয়া

নানান জনের নানান মত
হয়না তো একমত
একেবারে ভুলে যায় মুর্দার মত
মরার আগে কি সে করেছে অসিয়ত।

মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি
একটা সময় আসে সেটাও হয় ইতি।