বিদায়ের ডঙ্কা শুনে হই শঙ্কা
লেগে যায় লঙ্কা প্রকৃতির মাঝে
শিমুল পলাশ লতা
সকলের যতকথা
আপন মনে গাথে মালা
আমের মুকুলে।
রাশি রাশি ফুলরাজি
ধরতে চায় বাজি
বিদায়ের এই ক্ষণে
বারে বারে পড়ে মনে
বিটপীর নব শাখে
জামরুলের খোলে আঁখি
স্বাগত জানাই তব
হে নব বৈশাখী।
শুভ্রহাসি নগ্ন গজাল
রক্তমাখা লেচন সজাগ
শক্ত কামড় মিষ্টি আদর
গরম কালে শীতের চাদর।
হাসি কান্নার মজার খেলা
রটাই সদা বিশ্ব মেলা
রঙ বেরঙ্গের কৃষ্ট স্বপণ
আজি মোরা করব রোপণ।
প্রতিদিনের আরাম ছবি
কাব্য লিখে যায় যে কবি
রবির বাটে রুদ্র ঝাটে
গ্রাম্য মেলার কর্ম কাটে।
হাসি কান্নার ছড়াছড়ি
সবার হাতে মিষ্টিকড়ি
হালখাতার নব্য সাজে
সাজাই চলো বিশ্বটাকে।